RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের সায়ন্তনী দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : পহেলা নভেম্বর রানীগঞ্জে জাইকার রেস্টুরেন্ট এলাকায় প্রায় দুই হাজারেরও বেশি খনি অঞ্চলের মেয়েরা দিদি নাম্বার ওয়ান এর অডিশন দিলেও সেখানে সুযোগ করে নেয় রানীগঞ্জের লড়াই সংঘর্ষের জীবন যাপন করা বছর ২৫ এর সায়ন্তনী নন্দী ।

ইতিমধ্যেই বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ২০১৪ সালে।আর তারপর সংসারের একমাত্র মেয়ে সায়ন্তনী তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথেই পারিবারিক মিষ্টির ব্যবসা সামলে, চালিয়ে যাচ্ছেন তার জীবন যুদ্ধ। আর এবার সেই সায়ন্তনী দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে খনি শহরের যোদ্ধা হিসেবে হাজির হয়ে সকল প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে খনি শহরের দিদি, পশ্চিমবঙ্গের দিদি নাম্বার ওয়ান হল। আসুন এই জয়লাভের পর কি বলছেন সায়ন্তনী শুনে নিন তার অভিজ্ঞতার কথা।

Leave a Reply