BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়নপুর ফাঁড়িতে ফুলের বাগান উদ্বোধন সহ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন পুলিশ কমিশনার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার অন্তর্গত রূপনারায়নপুর ফাঁড়িতে একাধিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম।তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ডিসি(ওয়েস্ট)অভিষেক মোদি, এসিপি(কুলটি)সুকান্ত ব্যানার্জী।এদিন তিনি প্রথমেই ফিতে কেঁটে ফাঁড়ির অফিসার ইনচার্জ রুম ও সিসিটিভি কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন।তাছাড়া ফাঁড়ির ঠিক সামনে রূপ বীথি নাম করণ করে একটি বাগানের উদ্বোধন করেন তিনি।এদিন বাগানের মধ্যে প্রথম বৃক্ষটি রোপন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম এবং ডিসি(ওয়েস্ট)অভিষেক মোদি ও এসিপি(কুলটি) সুকান্ত ব্যানার্জী।

তাছাড়া এদিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে “নমন” প্রকল্পের অন্তর্ভুক্ত বৃদ্ধ বৃদ্ধাদের মঞ্চে ডেকে বিশেষ সন্মান জানানো হয়।সঙ্গে এলাকার মহিলা দুটি ফুটবল দলকে বিশেষ সন্মান জানানো হয়।তাছাড়া এদিন রাজ্য ও জাতীয় স্তরে তিনজন মহিলা ফুটবল খেলোয়াড়দের সম্মানিত করা হয়।এছাড়া যারা রাতের অন্ধকারে ফাঁড়ির সুবিধার্থে নাইট গার্ডের কাজ করেন তাদেরও সন্মান করা হয়।একই সাথে এদিন সন্মান জানানো হয় এমন দুজনকে যারা আগে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে পুলিশের কাছে সহায়তা পেয়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে।


এদিন অনুষ্ঠানে এসে পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন সাধারণ মানুষের সুবিধার্থে এলাকায় ৬৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।যাতে কিছুটা হলেও অপরাধ কম হবে।
তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি সহ রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা এবং কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা,এএস আই রঞ্জিত সরকার ,সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মন্ডল সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply