ASANSOL

প্রয়াত রাজ্য সভার প্রাক্তন সাংসদ আরসি সিং

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : দিল্লির এইমসে প্রয়াত হলেন প্রাক্তন রাজ্য সভার সাংসদ রামচন্দ্র সিং। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাজনৈতিক মহল ও নিজের ঘনিষ্ঠদের মধ্যে তিনি আরসি সিং নামে পরিচিত ছিলেন। তিনি শনিবার সকালে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিএমএসর সেক্রেটারি রমেশ সিং বলেন, তার মৃত্যু শ্রমিক সংগঠন, দল ও তার পরিবারের জন্য অনেক ক্ষতি । যা কোনদিনই পূরণ হবে না। সংগঠনের সমস্ত সদস্য এই সময়ে তার পরিবারের সঙ্গে আছেন। তার আত্মার শান্তি কামনা করি। আসানসোলের সেনরেল রোডের কুমারপুরে তার বাড়ি। তিনি স্ত্রী, পুত্র, পুত্রবধূ সহ সহ রাজনৈতিক দলের অসংখ্য কর্মী সহ অন্যান্যদের রেখে গেছেন।

File photo

আরসি সিং রাজ্যসভার প্রাক্তন সাংসদ হওয়ার পাশাপাশি তিনি কোলিয়ারি মজদুর সভার সাধারণ সম্পাদক, ইন্ডিয়ান মাইনস ওয়ার্কার্স ফেডারেশনের এর জাতীয় সভাপতি, এআইটিইউসির রাজ্য সভাপতি ও সিপিআইয়ের জেলা সভাপতি ছিলেন। তিনি একজন লড়াকু নেতা হিসেবে আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলের পাশাপাশি বাংলা ও দেশে পরিচিত ছিলেন। কয়লা শিল্পে শ্রমিক স্বার্থে তিনি অনেক আন্দোলন করেছেন। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা গেছে, তার কিডনির সমস্যা ছিলো। যে কারণে ডায়লোসিস চলছিল। সেই কারণে তিনি দিল্লি যান গত ২৪ অক্টোবর। তার মৃত্যুতে তৃনমুল কংগ্রেস, সিপিএম, বিজেপি সহ সব রাজনৈতিক দলের নেতারা শোকপ্রকাশ করেছেন।

Leave a Reply