ASANSOL

আসানসোল ওম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপের উদ্যোগে একদিনের যোগাসন প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে রেলপারের শ্রীনগরে সগুন কমিউনিটি হলে রবিবার হলো আসানসোলে মহকুমা ভিত্তিক যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২২। আসানসোল উমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপ ” ওপেন আসানসোল সাবডিভিশন আর্টস্টিক ( সিঙ্গেল), রিদম (পেয়ার) যোগাসন চ্যাম্পিয়ানসিপ ২০২২ ” নামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। রবিবার সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতার সুচনা করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিলেন গ্রুপের সম্পাদক আসানসোল পুরনিগমের কাউন্সিলর সিকে রেশমা, আল্পনা বন্দোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, সবমিলিয়ে ৩২০ জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো।

Leave a Reply