RANIGANJ-JAMURIA

সস্তায় লোক দেখানো রাজনীতি করছে তৃণমূল ও বিজেপি : মো: সেলিম

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ:; সস্তায় লোক দেখানো রাজনীতি করছে তৃণমূল ও বিজেপি। রাজ্য ও কেন্দ্র সরকারের যোগ সাজসে সমস্ত বিষয়ই আড়াল করে দেওয়া হচ্ছে। মানুষের যে দাবি, মানুষের যে নৈতিক অধিকার, তাকে আড়াল করে লোক দেখানো রাজনীতি করে চলেছে কেন্দ্র ও রাজ্যের সরকার। কম্বল বিলি প্রসঙ্গ থেকে শুরু করে, অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ সহ রাজ্যের শিক্ষা ব্যবস্থা, আবাস যোজনার বাড়িঘর নিয়ে দুর্নীতি, রাজ্যের নেতা মন্ত্রীদের জেলে গেলেও তাদের কেন্দ্রের যে সংস্থা সেই সংস্থা কোন উপযুক্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না। পুরোটাই তলে তলে সেটিং হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রানীগঞ্জের গির্জা পাড়ায় অবস্থিত সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই সব নানান বিষয় তুলে ধরলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি জেলা সম্পাদক মন্ডলী সদস্য পার্থ মুখার্জী পঙ্কজ রায় সরকার। এদিন মোহাম্মদ সেলিম দাবি করেন কেন্দ্র ও রাজ্য সরকার চাইছে না এখন পঞ্চায়েত নির্বাচন হোক তারা মানুষের সিদ্ধান্ত নিয়ে ভয় পাচ্ছে। কারণ রাজ্য সরকার যে উন্নতির কথা তারা বলে চলেছে, তা শুধু পাইয়ে দেওয়ার রাজনীতি, মেলা খেলার রাজনীতি। তাতে নেই বেকারদের কর্মসংস্থানের দিশা নির্দেশ। এখন শ্রমজীবী কৃষক, মজদুরদের কথা ভাবেনা এই সরকার, বলেই দাবি করলেন মহম্মদ সেলিম।

Leave a Reply