BARABANI-SALANPUR-CHITTARANJAN

ক্যাম্পবেল হাঁস প্রতিপালনের ক্যাম্প অনুষ্ঠিত হলো সালানপুর ব্লকে

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্প থেকে শুক্রবার
সালানপুর ব্লকের বাসুদেবপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো হাস প্রতিপালন ক্যাম্প ! এদিন সালনপুর ব্লকের বনবিড্ডি অঞ্চলের ‘মাটির সৃষ্টি’ গোষ্ঠীদের খাকি ক্যাম্পবেল ২০০টি হাঁস দেওয়া হয়! তাছাড়াও ওই এলাকার ৮০ জন উপভোক্তাকে হাঁসের উদ্যান পালনের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়।

এলাকার যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষরা যাতে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালানপুর সহ কৃষি আধিকারিক রাজর্ষি ব্যানার্জি।এই প্রশিক্ষণ শিবিরে সালানপুর ও বারাবনির প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকরা ছাড়াও সালানপুর ও আউস গ্রামের প্রাণী চিকিৎসকরা উপস্থিত ছিলেন!

Leave a Reply