KULTI-BARAKAR

বরাকরে প্রাইমারি স্কুলে ধস, ঘটনাস্থলে পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Asansol Barakar News ) আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত বরাকরের ৬৭ নম্বর ওয়ার্ডের আরাডাঙ্গালে বরাকর মুসলিম প্রাইমারি উর্দু স্কুল গতকাল রাত্রে ধস হয় । ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বরাকর ফাঁড়ি পুলিশ পুলিশ গর্ত জায়গা কে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ।ঘটনার খবর দেওয়া হয়েছে বিসিএলের আধিকারিক কে এবং স্থানীয় কাউন্সিলরকে।

read also : আসানসোলে এবার রেলের বুলডোজার, রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হলো স্কুল

Leave a Reply