BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ণপুর এফপি স্কুলে এমআরভিসি পোগ্রামের উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে চালু হল হাম ও রুবেলা ভ্যাকসিন শিবির।সোমবার সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রূপনারায়ানপুর বাউরি পাড়া ফ্রী প্রাথমিক বিদ্যালয়ে হাম ও রুবেলা ভ্যাকসিন এর কাজ শুরু হলো।এদিন এই ভ্যাকসিন শিবির পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন বিধান বাবু বলেন প্রতিটি শিশু যেনো এই ভ্যাকসিন নেই তার দিকে নজর দিতে হবে।যারা এর আগেও ভ্যাকসিন নিয়েছেন তারা পূনরায় এই ভ্যাকসিন নেয় তার দিকেও নজর দিতে হবে।

আগামী ১১ই ফ্রেবয়ারি পর্যন্ত চলবে এই ভ্যাকসিন শিবির বিভিন্ন বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে । এদিনের ভ্যাকসিন শিবিরে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লক আধিকারিক অদিতি বাসু সিএমওএইচ স্যার,ডেপুটি ১ স্যার, ডাঃ ঘোষাল , জেলা পরিষদের কর্মদক্ষ মোহাম্মদ আরমান সমাজসেবী ভোলা সিং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসী,রূপনারায়ণপুর পঞ্চায়েত প্রধান রানু রায় সহ আরও অনেক ।

Leave a Reply