ASANSOL

স্বামী বিবেকানন্দের জন্মদিবস, শহরে ভারতীয় জনতা ওবিসি মোর্চার শোভাযাত্রা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার আসানসোল শহরে ভারতীয় জনতা ওবিসি মোর্চার আসানসোল জেলার তরফে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবনের সামনে থেকে সেই শোভাযাত্রা শুরু হয়ে চিত্রা সিনেমা হল মোড় পর্যন্ত আসে।

এই শোভাযাত্রায় আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক তথা রাজ্য অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, রাজ্য বিজেপি ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, যুব মোর্চার নেতা অরিজিৎ রায় সহ অন্যান্যারা ছিলেন।
এদিন সারাদিন ধরে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়।

Leave a Reply