রাণীগঞ্জ থানা চোরাই লোহা শুদ্ধ ডাম্পার বাজেয়াপ্ত করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : অভিনব উপায়ে ছাইয়ের নিচে লোহা চাপা দিয়ে ডাম্পারে করে লোহা পাচারের আগেই চোরাই লোহা শুদ্ধ ডাম্পার বাজেয়াপ্ত করল রাণীগঞ্জ থানার, পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন পুলিশ গোপন সূত্রে খবর পায় জামুরিয়া বিজয়নগর মোড় এলাকায় অবস্থিত এক বেসরকারি লৌহ ইস্পাত কারখানা থেকে, ফ্লাই অ্যাশ বোঝায় একটি ডাম্পারের ছাই চাপা দিয়ে চোরাই লোহা, যা অতি মূল্যবান পিগ আয়রন বোঝাই করে নিয়ে যাচ্ছিল, সেরকম একটি ডাম্পার রানীগঞ্জের উদ্দেশ্যে আসার সময় তার ভেতরে লোহা ভর্তি করে ওপর থেকে ফ্লাই অ্যাশের ছাই দিয়ে ঢেকে, ডাম্পারটিকে নিয়ে যাওয়া হচ্ছিল পাঞ্জাবি মোড়ের অভিমুখে, এমন সময় পুলিশ গোপন সূত্রে এই পাচারের খবর পেয়ে ওই ডাম্পারর্টিকে আটক করে পায় বড়সড় সফলতা।














পুলিশের বিশেষ নজরদারি দল পাঞ্জাবি মোড় ফাঁড়ির ও রানীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে অতর্কিতে অভিযান চালিয়ে পায় এই সফলতা। পুলিশ এই ঘটনায় কারা যুক্ত রয়েছে ও এই ঘটনাটি তারা কতদিন ধরে ঘটিয়ে চলেছে। আর এই সকল চোরাই করা লোহা, কোথায় পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল তার তথ্য সন্ধান শুরু করেছে পুলিশ।
- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़
- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক
- अखिल भारतीय विद्यार्थी परिषद के आयाम Pharma Vision के तहत रक्तदान शिविर
- अभिनव गिन्नी हाउस में लकी लक्ष्मी लकी ड्रॉ के विजेताओं को उपहार दिए गए
- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের ফল বিলি আসানসোল রামকৃষ্ণ মিশনের


