RANIGANJ-JAMURIA

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে তিন জায়গায় বিক্ষোভ, ঘেরাও আধিকারিকরা

মুখ্যমন্ত্রীর আশঙ্কার ২৪ ঘন্টার মধ্যেই বাড়িতে বাড়িতে ফাটল, হচ্ছে ধস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই সাংবাদিকদের কাছে যোশীমঠের সঙ্গে রানিগঞ্জ কয়লাখনি এলাকার তুলনা টেনে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন।
আর তার ২৪ ঘন্টার মধ্যেই আসানসোল রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলের তিন জায়গায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বুধবার সকাল থেকে যে তিন জায়গায় ধস হয় তার মধ্যে রয়েছে আসানসোলের ভানোড়া খোলামুখ খনি বা ওসিপি, রানিগঞ্জ বিধানসভার হরিশপুর ও হিরাপুর থানার বার্ণপুরের নরসুমদা কোলিয়ারির ছোটদিঘারি গ্রাম।


তিন জায়গাতেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ইসিএল ও ডিজিএমএস বা ডিরেক্টর জেনারেল অফ মাইনস্ সেফটির অফিসারদের। বলতে গেলে এই তিন জায়গাতে কয়েকশো বাসিন্দা ধস ও ফাটলের কারণ এলাকা ছাড়া রয়েছেন নিজেদের ভিটেমাটি ছেড়ে। নয়তো বা এলাকায় রয়েছেন প্রাণের ঝুঁকি নিয়ে।
ভানোড়া খোলামুখ খনি সংলগ্ন এলাকা, হরিশপুর ও নরসুমদা কোলিয়ারির ছোটদিঘারি গ্রামের গিয়ে এদিন দেখা গেলো একই ছবি। বাড়িতে ফাটল। মন্দিরে ফাটল। রাস্তায় যত্রতত্র ফাটল। পুকুরের জল মাটির তলায় চলে গেছে বা জল কালো হয়ে পানের অযোগ্য হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *