আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ও পুনরদৃষ্টি আই হসপিটাল এর সহযোগিতায় আল্লাডি পঞ্চায়েত সংলগ্ন কমিউনিটি হলে এক দিনব্যাপী বিনামুল্যে এক চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে।এই শিবিরে ১২০ জন চক্ষু রোগীর চক্ষু ছানি পরীক্ষা করেন।




প্রতিবছরের মতো এবারও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বাসিন্দারা উপস্থিত থেকে চক্ষুপরিক্ষা করান। ক্লাবের তরফে জানা যায় যে এই শিবিরে চক্ষু পরীক্ষা করার পর যাদের ছানী চিহ্নিত হবে বিনামূল্যে তাদের ছানী অপারেশন করা হবে। শিবিরে ক্লাবের সহসম্পাদক দীনেশ সেন সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
- मोहिशीला कॉलोनी में ‘श्री राम इंटरप्राइजेज’ हार्डवेयर दुकान का भव्य उद्घाटन
- মিশন হাসপাতাল, দুর্গাপুরের সহযোগিতা, আসানসোল ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
- উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে ১৬৩ কোটি টাকা ব্যয়ে সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
- आसनसोल क्लब में मिशन हॉस्पिटल का निःशुल्क स्वास्थ्य कैंप
- আসানসোলে জুনিয়র স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতা