RANIGANJ-JAMURIA

ভোট বয়কটের ডাক দেওয়ার পর সমস্যা সমাধানে তৎপর হলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : গ্রাম জুড়ে পোস্টার সাটিয়ে ভোট বয়কটের ডাক দেওয়ার পর এবার সমস্যা সমাধানে তৎপর হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান। গত একুশে জানুয়ারি রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্তানগর গ্রামে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে দিদির দূত হয়ে রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, হাজির হয়ে এলাকার একদল মানুষজনদের ক্ষোভের মুখে পড়েন। তার এই কর্মসূচির আগেই সমগ্র গ্রাম জুড়ে ছয় দফা দাবির পোস্টারে ছেয়ে যায়। সে সময় তারা বিধায়ক এর কাছে এলাকার নালি নর্দমা, দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে রয়েছে, এই দাবি করে ও কলকারখানার কালো ধোঁয়া সমগ্র গ্রামে দূষণ ছড়াচ্ছে এই দাবিতে সোচ্চার হয়।

বিষয়টি নিয়ে সে সময়েই গ্রামবাসীদের আশ্বস্ত করেন বিধায়ক । তিনি নিকাশী নালার বেহাল অবস্থা ঠিক করার জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ৪ সদস্যের ইঞ্জিনিয়ার দল গ্রামের নিকাশী নালা সঠিক করার উদ্যোগ নেওয়ার জন্য এলাকা পরিদর্শনে এলেন। তারা সংলগ্ন এলাকায় প্রায় দু কিলোমিটার অংশ জুড়ে নিকাশী নালা কিভাবে তৈরি করে, সমস্যা সমাধান করা যাবে, তা খতিয়ে দেখার সাথেই এলাকার একটি রাস্তা নির্মাণের জন্য রাস্তার মাপঝোক নিলেন। এই পরিদর্শন প্রসঙ্গে পঞ্চায়েতের সদস্য ও গ্রামের সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, গ্রামে যে প্রতিশ্রুতি বিধায়ক দিয়ে গিয়েছিলেন সে মতোই তিনি পরিদর্শক দল পাঠিয়ে নিকাশি ব্যবস্থার হাল ফেরানোর উদ্যোগ নেওয়ার জন্য তৎপর হয়েছেন, যা আগামীতে সমাধান করা হবে, এই আশাতেই বুক বাঁধছেন তারা। এখন দেখার কত দ্রুত এই সমস্যার সমাধান হয়।

Leave a Reply