সিয়ারসোল রাজ হাই স্কুলে এক অন্য পদ্ধতিতে পুজো, দেওয়াল পত্রিকা “সৃজনী” র উদ্বোধন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : কেউ ফিতে কেটে কেউ বা মূর্তির উন্মোচন করে শুরু করে সরস্বতী পুজোর। বিগত কয়েক বছর ধরে এক অন্য পদ্ধতিতে পুজোর সূচনা করে আসছেন সিয়ারসোল রাজ হাই স্কুলের শিক্ষকরা। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা “সৃজনী” র উদ্বোধন করার পর শুরু হয় পুজো।




বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সিদ্ধান্ত মত এইভাবেই পুজো শুরু হয় এবং এভাবেই চালানোর চেষ্টা করবো এদিন সকালে পত্রিকার উদ্বোধন করে বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক বিশ্বনাথ ব্যানার্জি বলেন ” ফুল মালা ফল মিষ্টান্ন নয় বিদ্যার দেবীর এর থেকে বড় নৈবেদ্য আর হয়না”। এর আগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং স্কুলের প্রাক্তন শিক্ষক অনুশীলন সমিতির সদস্য কাজী নজরুলের শিক্ষক বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি। কাজী নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন স্কুলের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায়।
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
- अवकाश प्राप्त ईसीएल कर्मी सम्मानित, घर में भी भव्य स्वागत
- Changes From 1st july 2025 : पैन कार्ड, रेलवे, बैंकिंग, गैस सिलेंडर और क्रेडिट कार्ड नियमों में बदलाव
- कम उम्र में ही दिल की बीमारियां और हार्ट अटैक के कारण अस्वास्थ्यकर जीवनशैली : डॉ. अनुराग गुप्ता
- বার্নপুরে যুব কংগ্রেসের ” হল্লা বোল ” কর্মসূচি, স্থানীয়দের চাকরি সহ ৫ দফা দাবিতে সেল আইএসপির ডিআইসিকে স্মারকলিপি