ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ECL চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে

ECL-এর ডিরেক্টর টেকনিক্যাল সালানপুর এলাকার তিনটি খোলামুখ খনি পরিদর্শন করেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ECL-এর ডিরেক্টর টেকনিক্যাল (উৎপাদন) CIL এবং OSD উৎপাদন ও সমন্বয় কার্যক্রম নীলাদ্রি রায় মঙ্গলবার ECL সালানপুর এলাকার তিনটি খোলামুখ খনি পরিদর্শন করেন। তাদের আগমনে, আঞ্চলিক মহাব্যবস্থাপক ওয়াই পি কে সিং তাদের উষ্ণভাবে স্বাগত জানান। তিনি সালানপুর এলাকার বনজেমহারী, মোহনপুর ও বেগুনিয়া খনি পরিদর্শন করেন নীলাদ্রি রায় কয়লা উৎপাদন ও প্রেরণের পর্যালোচনা করেন।তিনি বলেন যে টিম সালানপুর এলাকা কিছু আশ্চর্যজনক ফলাফল দিতে পারে।তিনি বলেন যে ECL চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে তাই দুই মাসে 26 মিলিয়ন টন কয়লা উৎপাদনে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

তিনি খনির কাজ পর্যবেক্ষণ করেন। খনি পরিকল্পনার প্রশংসা করে তিনি এটিকে অত্যন্ত মানসম্মত বলে বর্ণনা করেন। তিনি খনিতে রাস্তা, আলো ইত্যাদি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।তিনি এরিয়া কোর টিমকে প্রাক-বর্ষার প্রস্তুতি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে বলেন। তিনি বলেন,সকলের প্রচেষ্টাকে ইতিবাচক উপায়ে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।সাফল্যের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে সালানপুর এলাকার কর্মকর্তা-কর্মচারীরা ইসিএল দলের ক্যাপ্টেনকে নিজেদের মাঝে পেয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠেন এবং অভিনন্দন জানান।

Leave a Reply