BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্রাঙ্কন স্কুল অফ আর্ট আয়োজিত র‌্যাম্বো ক্রিয়েটর পেইন্টিং প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, কাজল মিত্র : চিত্রাঙ্কন স্কুল অফ আর্ট দ্বারা আয়োজিত জেমারি গেটে অবস্থিত রিলায়েবল স্কুল প্রাঙ্গণে একদিনের “র‍্যাম্বো ক্রিয়েটর” 2023 চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় নিয়ামতপুর, চালবলপুর, রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন, কল্যাণেশ্বরী এলাকার ছাত্র-ছাত্রীসহ মোট ১৮০ জন প্রতিযোগি
অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন স্কুল অব আর্ট এর পরিচালক মলয় নাথ জানান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জল রং, , কালো প্রিন্ট আর্ট প্রদর্শন করা হয়েছে, তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের মেধা বৃদ্ধির লক্ষ্য, তুলে
ধরা হবে আজকের দিনে। পেইন্টিং একটি দক্ষতার পাশাপাশি জীবিকা নির্বাহের একটি মাধ্যম। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক
বিকাশ কুন্ডু, প্রশান্ত ভট্টাচার্য, অনিরুদ্ধ মন্ডল সহ প্রমুখ।

Leave a Reply