খড় ভর্তি ট্রাকে আগুন, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ণপুর DAV স্কুল সংলগ্ন জিটি রোডের ওপর একটি খড়ভর্তি ছয়চাকা ট্রাকে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ চিত্তরঞ্জনগামী একটি ছয়চাকা খড় বোঝাই চলতি ট্রাকে আগুন লেগে যায়, এবং আগুন দাও দাও করে জ্বলতে থাকে। ফলে ট্রাক টি নিয়ন্ত্রণ হারিয়ে রূপনারায়ণপুর DAV স্কুল সংলগ্ন জিটিরোডের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ও ট্রাক টী উল্টে যায়। এর পর ছড়িয়ে পড়া খড়ের আগুন থেকে পাশে থাকা একটি দোকানেও আগুন লেগে যায় ও দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রূপনরায়ণপুর ফাঁড়ির পুলিশ। দমকল বিভাগের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা সুভাষ মহাজন ঘটনার প্রত‍্যক্ষদর্শী হিসাবে জানিয়েছেন খড় বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসাথে বিদ‍্যুতের খুঁটি ভেঙে পড়ায় আরো বড় বিপত্তি ঘটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। সমাজসেবী ভোলা সিং ও রূপনারায়ণ ফাঁড়ির মেজ বাবু রঞ্জিত সরকার এর চেষ্টায় বিদ‍্যুত দফতরে খবর দিয়ে বিদ‍্যুৎ সরবরাহ বিচ‍্যুত করা হয়। একই সাথে আগুন নিয়ন্ত্রণে আসায় সকলেই পরিত্রাণ পায়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *