BARABANI-SALANPUR-CHITTARANJAN

ট্রাক উল্টে গেল মুরগির দোকানে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আবারো দুর্ঘটনা মধ্যরাতে রূপনারায়নপুরে দশ চাকা একটি ট্রাক উল্টে গেলো পোল্ট্রি মুরগির দোকান।ট্রাকের নিচে চাপা পড়ে দোকানটি মাটিতে মিশে যায়।ঘটনাটি ঘটে হিন্দুস্থান কেবলসের রাচি মোড়ে।জানা যায় দশ চাকার ট্রাকটি ভুল করে চিত্তরঞ্জনের রাস্তায় চলে আসে,কিন্তু চালক যখন তার ভুল বুঝতে পারে তখন চিত্তরঞ্জন ঢোকার আগে রাচি মোড়ের কাছে লোহার তার বোঝায় ট্রাকটিকে ঘোরাবার চেষ্টা করতে গিয়ে এই বিপত্তি ঘটে। জানা যায় ট্রাকটি বিহার যাবে বলে রওনা দিয়েছিল। কিন্তু আল্লাডি মোড় থেকে যে রাস্তাটি ভাগ হচ্ছে তা বুঝতে ভুল করায় ওই গাড়ির চালক ট্রাকটিকে রূপনারায়নপুর হয়ে চিত্তরঞ্জনের মুখ পর্যন্ত নিয়ে চলে আসেন।

তারপরে গাড়ি ঘোরাতে গেলে সম্পূর্ণ ভাবে পাল্টি হয়ে যায় রাঁচি মোড়ে ওই পোল্ট্রি মুরগির দোকানের উপর। দোকান মালিক জানিয়েছেন আজ রবিবার তাই বিক্রি বেশি হবার কারণে গতকাল সে অনেক বেশি পরিমাণ মুরগি মজুদ করে রেখেছিল সেই দোকানে। যা একেবারেই সব নষ্ট হয়ে গিয়েছে। তিনিও জানান অন্যদিনের মতন কাল কেউ যদি রাত্রে বেলায় তিনি দোকানেই থাকতেন তাহলে হয়তো আজ তিনি বেঁচে থাকতেন না।

Leave a Reply