হাইওয়া উল্টে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সুভাষ সেতু
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-অনিয়ন্ত্রিত হয়ে হাইওয়া উল্টে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সেতু। ঘটনাটি ঘটেছে নিতুরিয়ার অন্তর্গত দামোদর নদের ওপর সুভাষ সেতুতে। স্থানীয় সুত্রে খবর,মঙ্গলবার গভীর রাতে স্ল্যাগ ভর্তি হাইওয়াটি পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমানে আসার সময় দামোদর নদের সুভাষ সেতুর মাঝখানে এসে অনিয়ন্ত্রিত অবস্থায় উল্টে যায়। এর ফলে সেতুর রেলিং গার্ড ভেঙে যায়। তবে ওই হাইওয়াটি নদী খাতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়।



একই সাথে হাইওয়ার চালক ও খালাসি অল্পের জন্যে প্রাণে রক্ষা পায়। তাদের কোনো রকমে উল্টে যাওয়া গাড়ির ভিতর থেকে বের করা হয়। জানা গেছে তারা দুজনেই অল্প বিস্তর জখম হয়েছে। তবে বুধবার সকালে ওই উল্টে যাওয়া হাইওয়ার স্ল্যাগ খালি করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরেই দামোদরের সুভাষ সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।