BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি থানার উদ্যোগে সাইবার ক্রাইম সচেতনতা শিবির

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তথা বারাবনি থানার উদ্যোগে আজ দমনী বাজারে নাট্য সেনা কার্যালয়ে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে সাইবার ক্রাইম সচেতনতা শিবির ও আবারনেস ক্যাম্পেনিং অনুষ্ঠিত হলো, এখানে উপস্থিত ছিলেন বারাবনি থানার সাব ইন্সপেক্টর সুদীপ মুখার্জী,
নাট্য সেনার সভাপতি মন্মথ নাথ জোস, সভাপতি প্রদীপ সাধু,তাপস সেন,দেবাশীষ সাধু,পিন্টু কাপুরি প্রমুখ !


যেখানে এক ছাত্রী বলেন আজ এখানে সাইবার ক্লাবের সচেতনতা শিবিরের আয়োজন করা হলো এবং এখানে এসে অনেক কিছু শেখাও হল , যেখানে শিক্ষা দেওয়া হল যেকোনো ফোনে আন্তর্জাতিক কল না ধরা ,ফেসবুক থেকে ফেক আইডি ফ্রেন্ড রিকুয়েস্ট না একসেপ্ট করা ,ফেক কল থেকে দূরে থাকা ,এমন কি ফোনে কাউকে ব্যাংকের ডিটেলস না দেওয়া !!

Leave a Reply