BARABANI-SALANPUR-CHITTARANJAN

গৌরান্ডি রামকিঙ্কর শৈবলিনী ইন্সটিটিউশন এর তিনদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল : বিপুল উৎসাহ ও উদ্দীপনায় শেষ হল গৌরান্ডি রামকিঙ্কর শৈবলিনী ইন্সটিটিউশন এর তিনদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক স্বামী ভারুপানন্দ মহারাজ।

উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান উত্তম মন্ডল ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ও জেলা পরিষদের উপাধ্যক্ষ অসিত সিং মহাশয়।বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিরামিড, সমবেত নৃত্য, একক নৃত্য ও মার্চ পাস্ট পরিবেশন করেন।স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ তুষার ব্যানার্জী।

Leave a Reply