RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ শহরের তিনটি পৃথক স্থানে পথ সচেতনতা ক্যাম্পের আয়োজন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ:: এবার আবারো পথ দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ, স্কুল ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে, রানীগঞ্জ শহরের তিনটি পৃথক স্থানে পথ সচেতনতা ক্যাম্পের আয়োজন করে, যানবাহন চালকদের সচেতন করার উদ্যোগ নিলেন। এদিন রানীগঞ্জ থানার ট্রাফিক ওসি চিত্ততোষ মন্ডলের নেতৃত্বে রানীগঞ্জের এতোয়ারি সাও মোড় এলাকায় ডিএভি পাবলিক স্কুলের পড়ুয়াদের দিয়ে, তার বাংলা এলাকায় রানীগঞ্জের জ্ঞান ভারতী স্কুলের পড়ুয়াদের নিয়ে, ও সিয়ারশোল রাজবাড়ী মোড় এলাকায় সিয়ারশোল রাজ হাইস্কুলের এনএসএসের সদস্যদের সঙ্গে নিয়ে, এই পথসচেতনতা কেন প্রয়োজন সে প্রসঙ্গে যাত্রীদের সচেতন করেন পড়ুয়ারা।

তারা এদিন বিনা হেলমেট পরে থাকা চালকদের হেলমেট পরার জন্য আবেদন করেন। একই ভাবে হেডফোন নিয়ে গাড়ি চালানো, ট্রিপল লোডে গাড়ি চালানো ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো উচিত নয় বলে দাবি করে এই সকল নিয়ম মেনে চলার আবেদন করলেন। এদিন ট্রাফিক ওসির সাথেই ছাত্রছাত্রীরা পথ চলতি মানুষজনের দেশ সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে রাস্তার ধারে এই বিশেষ প্রচার চালান।

Leave a Reply