বারাবনী থানায় নতুন সাইবার কন্ট্রোল ও সিসিটিভি রুমের উদ্বোধন করলেন সিপি
বেঙ্গল মিরর, কাজল মিত্র / মনোজ শর্মা :- প্রাযুক্তি উন্নয়নের পাশাপাশি সাইবার অপরাধও বাড়ছে সমান তালে। দেশের বিভিন্ন অঞ্চলে ঘটেই চলেছে এই অপরাধ। সরকারের পক্ষ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রাযুক্তিক উদ্যোগ নিয়েছে।এই অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন ইউনিট।



সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম ইউনিট। সেই মত আসনাসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর বারাবনি
থানার তত্ত্বাবধানে একটি সাইবার সেল এর উদ্বোধন করা হয় একই সাথে একটি সিসি টিভি কন্ট্রোল রুম এর ও উদ্বোধন করা হয় এদিন।
এদিন ফিতা কেটে শিলন্যাস করে এই সাইবার কন্ট্রোল রুম এর সিসি টিভি কন্ট্রোল রুমের
উদ্বোধন করেন কমিশনার অফ পুলিশ সুধীর কুমার নীলকান্তম ।তিনি বলেন পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি থানায় এধরনের কন্ট্রোল রুম এর উদ্বোধন করা হচ্ছে সেইমত আজকে বারাবনি
এলাকায় পরিদর্শন করার পাশাপাশি এই কন্ট্রোল রুমের উদ্বোধন করা হল যেভাবে সাধারন মানুষ প্রতিনিয়ত সাইবার হ্যাকিংয়ের শিকার হচ্ছে নানা জনের সামাজিক যোগাযোগ মাধ্যমের এ্যাকাউন্ট। ডিফেমেশন, পর্নোগ্রাফি, হেইট স্পিচ, অনলাইন প্রতারণা ও অনলাইন ব্যাংক জালিয়াতি চলছে।
ব্যক্তিগতভাবেও লাখ লাখ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানার পুলিশ দের প্রশিক্ষন দিয়ে সাইবার ডেস্ক এর কাজ করছে।সাধারন মানুষকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট ২৪ ঘণ্টাই সার্ভিস দেবে। গত এক বছরে বিভিন্ন অভিযোগের মধ্যে সাইবার অপরাধে বহু জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।বাকি অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তাছাড়া এই নতুন করে আরো কিছু সিসি টিভি বসানো হয়েছে । এদিন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি প্রতীক রায়,বারাবনি থানা ইনচার্জ মনোরঞ্জন মন্ডল,সহ থানার অন্যান্য আধিকারিকেরা
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग
- Krishna Prasad ने जरूरतमंदों तक छठ पूजा सामग्री पहुंचने का कार्य युद्धस्तर पर शुरू किया
- দুর্গাপুর ধর্ষণ কাণ্ড : পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, ২৪ শে টিআই প্যারেড