রানীগঞ্জ থানার পুলিশ ডিজে সহ গাড়ি আটক করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা না মানায় শিবরাত্রি উপলক্ষে, বার হওয়া ডিজে সিস্টেম সহ মিউজিক সিস্টেমের ডিজে বক্স, সহ একটি গাড়ি আটক করল রানীগঞ্জ থানার পুলিশ। রানীগঞ্জের হাতিয়া তলাও এলাকায় মঙ্গলা স্থান মন্দির থেকে ডিজে বক্স বাজিয়ে পুজো উদ্যোক্তারা গান-বাজনা লাগিয়ে ছিল। যদি ওই বিষয়ে পুলিশ প্রশাসন আগেই সকলকেই মাধ্যমিক পরীক্ষার আগে তাড় সরে সাউন্ড সিস্টেম লাগানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান দিয়ে দিয়েছিলেন।

আর সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে, রাস্তার মধ্যে ডিজে বক্স বাজিয়ে অনুষ্ঠান করায়, সমস্ত মিউজিক সিস্টেম সহ ডিজে বক্স সহ পিকআপ ভ্যান আটক করে পুলিশ। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন রোনাইয়ের মেলা অনুষ্ঠিত হলেও, কোন মাইক ব্যবহারের অনুমতি দেয়নি, শুধুমাত্র ইনডোর মাইক ব্যবহার করতে পারছে তারা। আর সেখানেই পুলিশের সব নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এধরনের ডিজে বাজানোয় সাজা পেতে হল পুজো উদ্যোক্তাদের।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *