রানিগঞ্জে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৯ ফেব্রুয়ারিঃ পুকুরের জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের রানিগঞ্জ থানার রনাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রানিগঞ্জের তারবাংলা টিকিয়াপাড়ার বাসিন্দা মৃত যুবকের নাম সাজাদ খান (৪৩)। রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত করা হবে।



জানা গেছে এদিন সকালের দিকে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির অন্তর্গত রনাইয়ে একটি পাবলিক স্কুলের কাছে পুকুরের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আসে। মৃতদেহটি উদ্ধার করা হয়। তখনও পর্যন্ত মৃতদেহর কোন পরিচয় পাওয়া যায়নি।পরে সেই মৃতদেহ সনাক্ত করা হয়।
পুলিশ জানায়, মৃত যুবক সাজাদ খান রানিগঞ্জের তারবাংলার টিকিয়াপাড়ার বাসিন্দা। সে পেশায় দিনমজুর।
রনাই এলাকায় শনিবার থেকে পীরবাবার মেলা শুরু হয়েছে। শনিবার রাতে সে এই মেলায় ঘুরতে আসে। রাতে কোন এক সময় সে ঐ পুকুরের জলে হাতপা ধুতে নামে। তার মৃগী রোগ ছিলো। জলে নামার পরে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের জলে ডুবে যায়। আশপাশে লোক না থাকায়, কেউ তাকে দেখতে পায়নি। এদিন সকালে এলাকার বাসিন্দারা পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখেন।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार