আসানসোলে শ্রদ্ধার সঙ্গে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শহীদদের স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে মঙ্গলবার আসানসোলে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এদিন আসানসোল পুরনিগমের আশুতোষ হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে স্মারকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর মোজাম্মেল শাহজাদা আখতারী খাতুন শক্তি রুইদাস, দীপা চক্রবর্তী দিলীপ বড়াল, অফিস সুপারিটেনডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী তাপস কর্মকার কল্লোল রায় সাগর শর্মা সঞ্জীব ভান্ডারীপুর আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি এদিন ভাষা শহীদ স্মারক সমিতির আসানসোল আঞ্চলিক শাখার পক্ষ থেকেও এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

আসানসোল আদালত চত্বরে বিদ্যাসাগরের মূর্তিতে প্রথম শাখার সম্পাদিকা শর্মিলা বন্দোপাধ্যায়, সন্তোষ দত্ত, মধুমিতা জমিনদার সহ অন্যান্যরা মাল্যদান করেন। পরে আসানসোল রবীন্দ্র ভবনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও শহীদ বেদীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেওয়া হয়।
অন্যদিকে, এদিন আসানসোল শিল্পাঞ্চল জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *