ASANSOL

আসানসোলে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : নির্ধারিত সময়সূচি অনুসারে বৃহস্পতিবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আসানসোলে এদিন সকালে স্কুল গেটে ফুল পেন উপহার দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো পুলিশ। নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের অনেক আগেই এদিন বাংলা পরীক্ষা দিতে স্কুল গেটে হাজির হয় পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন ব্যবস্থা। আসা-যাওয়ার পথে পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোতায়েন ছিল ট্রাফিক পুলিশ। এদিন বিভিন্ন জায়গায় স্কুল গেটে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জলের বোতল, পেন ও ফুল উপহার দেওয়া হয় পরীক্ষার্থীদের। এদিন মহিশীলা বটতলা ছাড়াও বিভিন্ন স্কুলে হাজির ছিলেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু। তিনি পরীক্ষার্থীদের নির্ভয়ে ভালোভাবে পরীক্ষা দিতে বলেন এবং পুলিশ প্রশাসন সর্বদা তাদের পাশে রয়েছে জানিয়ে আশ্বস্ত করেন। পাশাপাশি দক্ষিণ ট্রাফিক গার্ড ওসি চিন্ময় মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। এদিন আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা শুভেচ্ছা জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের।

Leave a Reply