RANIGANJ-JAMURIA

হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর রানীগঞ্জের গ্রামবাসীদের সতর্ক করল বনদপ্তর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে, যে সকল এলাকায় হাতির উপদ্রব রয়েছে সেই সকল এলাকা গুলিতে মাইকে করে প্রচারের মাধ্যমে, সকল ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের সতর্ক করছে বন বিভাগের কর্মীরা। খনি অঞ্চল রানীগঞ্জের দীর্ঘদিন ধরেই হাতির হানার একটা বিষয় লক্ষ্য করা গেছে।

বিশেষ করে বাঁকুড়া রেঞ্জের হাতির দল এই সকল এলাকায় উপদ্রব করে বেড়ায়, প্রতিবছরই প্রায় দেখা যায়, দামোদর নদ তটবর্তী বেশ কয়েকটি গ্রামগুলিতে। বিশেষ করে বল্লভপুর নুপুর বেলুনিয়া এগারা সহ কয়েকটি এলাকাতে, মাঠের ফসল নষ্ট করে দেয় এই হাতির দল চলে বাড়িঘরে ভাঙচুর, একের পর এক ক্ষেতের ফসল নষ্ট করে তারা। এবারও সেই বাঁকুড়া রেঞ্জের হাতির দলের আসার খবর পাওয়ার পরপরই রানীগঞ্জের এই সকল এলাকাগুলিতে গ্রামবাসীদের সতর্ক করল বনদপ্তর। পাশাপাশি বিভিন্ন অংশেই হাতি তাড়ানোর লক্ষ্যে বিশেষ আয়োজনও করা হয়েছে বেশ কয়েকটি এলাকায়।

এদিন হাতির হানায় জলপাইগুড়িতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনার পর পরই যে সকল এলাকাগুলিতে হাতির উপদ্রব রয়েছে, সেই সকল এলাকায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন। উল্লেখ্য এবার রানীগঞ্জেও বেশ কয়েকটি অংশেই এরূপভাবে যে সকল এলাকা হাতির যাতায়াতের করিডর,আর যে সব পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের কোন ব্যবস্থা নেই, সেই সকল এলাকা গুলিতে, পরীক্ষার্থীদের পৌঁছানোর জন্য বিনামূল্যে বাসের ব্যবহার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সহায়তা করছেন পঞ্চাশ স্তরের সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *