ASANSOL

আসানসোল সেল থেকে জেলের হাসপাতালে অনুব্রত মন্ডল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* গরু পাচার মামলায় দিল্লি যাওয়া এখনো চূড়ান্ত রুপ পায়নি। এরইমধ্যে শুক্রবার সন্ধ্যে ছটার সময় জেল সূত্রে জানা গেছে, শরীর খারাপ হওয়ায় অনুব্রত মন্ডলকে তার নির্দিষ্ট সেল থেকে সাড়ে পাঁচটার নাগাদ জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা কেমন আছে তা পরীক্ষা করা হচ্ছে।


প্রসঙ্গতঃ, এদিন সকালেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানির সময় অনুব্রত মন্ডল বিচারক রাজেশ চক্রবর্তীকে ফিসচুলা ফেটে রক্ত বেরোনোর কথা বলেছিলেন। বিচারকের কাছে তার আর্জি ছিলো, তার চিকিৎসা যেন ঠিক মতো করা হয়। বিচারক সেই আর্জি মতো জেল কতৃপক্ষকে নির্দেশও দেন।
অন্যদিকে, এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দিল্লির তিহার জেল থেকে গরু পাচার মামলায় সায়গল হোসেনের ভার্চুয়াল শুনানি হয়। অনুব্রত মন্ডলের মতো তারও আইনজীবী কোন জামিনের আবেদন করেননি।

এদিন আইনজীবি সায়গলের বাড়ি থেকে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা গয়না ফিরিয়ে দেওয়া নিয়ে আবেদনের প্রেক্ষিতে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তখন বিচারক সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসাররের কাছে জানতে চান, এর রিপোর্ট কোথায়? তাতে তারা বলেন, আরো কিছুটা সময় লাগবে। তখন বিচারক সায়গলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বিচারক এই মামলারও পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।

Leave a Reply