ASANSOL-BURNPUR

বার্নপুর স্টেডিয়ামে শুরু হলো ৮০তম ইস্কো চ্যালেঞ্জ ট্রফি

ফুটবল খেলোয়াড় ঋত্বিক দাস কে সংবর্ধনা

বেঙ্গল মিরর, বার্নপুর : বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় (১১-০৩-২০২৩) থেকে “৮০তম ইস্কো চ্যালেঞ্জ ট্রফি ২০২২-২৩”-এর উদ্বোধনী অনুষ্ঠান বার্নপুর স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো।আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি বার্নপুর ও দুর্গাপুর ইস্পাত কারখানার অধিকর্তা বৃজেন্দ্র প্রতাপ সিং-এর উপস্থিতিতে ইস্কো ইস্পাত কারখানার এক্সিকিউটিভ ডাইরেক্টর (ওয়ার্ক্স) তথা বার্নপুর ইউনাইটেড ক্লাবের সভাপতি শিবাশীষ বাসু, এক্সিকিউটিভ ডাইরেক্টর (এম এম) রাজীব কুমার, কার্যনির্বাহী প্রধান মহাব্যবস্থাপক (পিএন্ডএ) পবন কুমার, কার্যনির্বাহী প্রধান মহাব্যবস্থাপক (প্রোজেক্ট) সুরজীৎ মিশ্র, কার্যনির্বাহী প্রধান মহাব্যবস্থাপক (এফএন্ডএ) রাজ কুমার সিন্হা এবং বার্নপুর হাসপাতালের মুখ্য চিকিৎসা আধিকারী (কার্যনির্বাহী) সুশান্ত সিংহ সহ কারখানার গণ্যমান্য আধিকারীকগণ ও পাঁচটি শ্রমিক ইউনিয়ন, ইস্কো অফিসার্স এ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সাথে দুই দলের খেলোয়াড় ও রেফারীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা প্রদান করেন । SAIL Anthem সাথে সাথে মুখ্য অতিথি ইস্কো ইস্পাত কারখানার অধিকর্তা বৃজেন্দ্র প্রতাপ সিং-এর কিক্ অফ্ দ্বারা টুর্নামেন্টের সূচনা হয় । এই অনুষ্ঠানে জামশেদপুর এফসি তথা ISL-এর সুখ্যাত ফুটবল খেলোয়াড় ঋত্বিক দাস কে সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফ থেকে ।

আজকের উদ্বোধনী ম্যাচে সেইল-ইস্কো স্টীল প্ল্যান্ট ও দঃপূঃ রেলওয়ে অংশ গ্রহণ করে, যার ফলাফল সেইল-ইস্কো স্টীল প্ল্যান্ট দঃপূঃ রেলওয়ে কে ২-০ গোলে হারিয়েছে । বার্নপুর ইউনাইটেড ক্লাবের ফুটবল সম্পাদক সুব্রত পাল আমাদের প্রতিনিধি কে জানান অতীতে অবিভক্ত বর্ধমান জেলার ঐতিহ্যবাহি এই টুর্নামেন্টে বাংলা ও প্রতিবেশী রাজ্য থেকে বিভিন্ন প্রতিষ্ঠিত ফুটবল দল অংশ গ্রহণ করেছে । ৮০তম সংস্করণ এবার, মোট ৮টি ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, সেগুলি হলো টাটা ফুটবল আকাদেমী (জামশেদপুর), সাদার্ন সমিতি এফসি (কলকাতা), দঃপূঃ রেলওয়ে (কলকাতা), ক্যালকাটা পুলিশ ক্লাব (কলকাতা), পাণ্ডুয়া ফুটবল আকাদেমী (হুগলী), এফসি ধানবাদ, সেইল-ইস্কো স্টীল প্ল্যান্ট (বার্নপুর) ও বার্নপুর ইউনাইটেড ক্লাব । আগামী সোমবার থেকে প্রতিদিন দুপুর ৩টায় ম্যাচ শুরু হবে এবং ১৮ই মার্চ ২০২৩ ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত হবে। বার্নপুরের সেইল – ইস্কো স্টীল প্ল্যান্ট কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টটি খুব সুন্দর ভাবে প্রতিবারের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে ।

Leave a Reply