RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের ধীবরপাড়ায় আটচালাকে নতুনভাবে গড়ে তোলার জন্য উদ্যোগ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডের সিয়ারসোল ধীবরপাড়ায় অবস্থিত, দীর্ঘ প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মরাজ মন্দির সংলগ্ন আটচালা, যা পুজো পার্বণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়। সেই আটচালা কে নতুনভাবে গড়ে তোলার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করলেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তারি তহবিল থেকেই এবার আটচালাটিকে নতুনভাবে গড়ে, তার শিলান্যাস পর্ব সারলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।

এই অনুষ্ঠান কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হয়ে যৌথভাবে উদ্বোধন পর্বে, সামিল হলেন রানীগঞ্জ দু’নম্বর বরো দপ্তরের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল শাহজাদা আনসারী ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি সিং। এদিন বিধায়ক জানান দীর্ঘদিন এই আটচালাটি ব্যবহারের পর জরাজীর্ণ হয়ে পড়েছে। ভগ্ন প্রায় সেই আটচালার বেহাল অবস্থা সম্পর্কে তিনি জানতে পারার পরই এই আটচালাটিকে নতুন ভাবে গড়ে তোলার উদ্যোগ তিনি নেওয়ার জন্য আশ্বস্ত করেছিলেন। সে মতই অসংখ্য শ্রদ্ধালুর আগমন ঘটা এই আটচালাটিকে নতুন ভাবে গড়ে তোলার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন বলে জানান। আগামীতে এলাকার আরও উন্নয়নমূলক কাজ করার জন্য আশ্বাসও দেন তিনি।

Leave a Reply