ASANSOL

রানীগঞ্জ হাই স্কুলে মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে বরো চেয়ারম্যান

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি রানীগঞ্জ : খনি অঞ্চল রানীগঞ্জের ঐতিহ্যবাহী স্কুল গুলির অন্যতম রানীগঞ্জ হাই স্কুল। 135 বছরের প্রাচীন এই স্কুল যা পূর্বে ব্রিটিশ আমলে জেলখানা ছিল। পরবর্তীতে তা স্কুলে রূপান্তরিত হয়। সেই স্কুলেই বর্তমানে প্রায় দু হাজারের মত ছাত্র পড়াশোনা করে। সেই স্কুলেই স্কুলের অভ্যন্তরীণ টিচিং ও নন টিচিং স্টাফেদের নির্বাচন রয়েছে আগামী ১৩ই মার্চ। আর তার আগেই শনিবার মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে স্কুলে হাজির হলেন রানীগঞ্জ দু’নম্বর বরো দপ্তরের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল সাহাজাদা আনসারি। তিনি এ দিন শিক্ষকদের সাথে দীর্ঘ বার্তালাপ করে, স্কুলের বিভিন্ন বিষয় পরিদর্শন, সেরে স্কুলের টিফিনের সময় পড়ুয়াদের কি রূপ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখতে এলেন।

এর সাথেই তিনি ছাত্রদের হাতে মধ্যাহ্ন ভোজন ও কিছু ছাত্রের হাতে ফল তুলে দিলেন। এ প্রসঙ্গে বোরো চেয়ারম্যান কে জিজ্ঞাসা করা হল, যে তিনি ধর্মঘটের পরের দিনেই কি কারণে হঠাৎ হাজির হলেন স্কুলে, এই স্কুলে কি তাহলে ধর্মঘটের কোন প্রভাব পড়েছিল ? নাকি নির্বাচন প্রক্রিয়া চলার আগেই এই নির্বাচনের গতিপ্রকৃতি কিরূপ চলছে সে বিষয়ে খোঁজখবর করতে এসেছিলেন বলেই জানতে চাওয়া হলে। তিনি সাফ জানিয়ে দেন না তিনি শুধুমাত্র মিড ডে মিলের খাওয়ার ব্যবস্থা কেমন রয়েছে তা জানতেই স্কুলে এসেছিলেন। যদিও নির্বাচনের প্রক্রিয়া চলছে, তাই তার আগে ভাগেই এ ধরনের পরিদর্শন প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া দিতে পারবেন না, বলে সাফ জানিয়ে দিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রতিম চ্যাটার্জী। এদিন স্কুল পরিসরে বিজেপির রানীগঞ্জ শহর সভাপতি দেব জিৎ খাঁ এসে হাজির হয়। যদি ও তিনি এই সকল বিষয়ে কোন মন্তব্যই করেননি। তাই খনি শহরের স্কুলে এক ছোট নির্বাচনের আগেই এই টানটান মুহূর্ত লক্ষ্য করায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, স্কুল চত্তরে যা শনিবারের এই পরিদর্শনের বিষয়কে ঘিরে স্পষ্ট হয়ে যায়।

Leave a Reply