RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে খনি কর্মীর বাড়িতে চুরি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের কুমোরবাজার এলাকার, নন্দীপাড়া, যা কুমোরবাজারের একেবারে শেষ প্রান্তে অবস্থিত, সেখানেই বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘটল এক খনি কর্মীর বাড়িতে চুরির ঘটনা। চোরের দল বৈদ্যনাথ ভট্টাচার্য নামে ওই খনি কর্মী ও তার বাড়ি সদস্যদের বিয়ে বাড়ির যাওয়ার সুযোগ কে কাজে লাগিয়ে বাড়ির সদর দরজা আটকে দিয়ে ঘরের মধ্যে রেলিংয়ের দরজার তালা ভেঙে, দুটি পৃথক কামরা থেকে লোহার আলমারির লকার ভেঙ্গে চুরি করল প্রায় দশ ভরি সোনার গহনা ও কাঁসা পেতলের বাসন।

বিষয়টি তার ছেলে ফিরে এসে লক্ষ্য করে পরিবারের সদস্যদের জানালে সোমবার সকালে তারা বাড়ি পৌঁছে লণ্ডভণ্ড হয়ে থাকা বাড়ি দেখে হতচকিত হয়ে পড়েন। জানা গেছে বৈদ্যনাথ ভট্টাচার্য তার মেয়ের দেওরের বিয়েতে বাড়ির সকল সদস্যদের নিয়ে পুরুলিয়ার বরাবাজার গেছিলেন। গতকাল রাত্রেই তার ছেলে বাড়ি ফেরে তারপরই দেখে বাড়িতে চুরির ঘটনা। সোমবার এই চুরির ঘটনার বিষয় নিয়ে রানীগঞ্জ থানায় খবর দেওয়া হলে রানীগঞ্জ থানার বিশেষ তদন্তকারী দলের পুলিশ ঘটনার ফলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে।

Leave a Reply