DURGAPUR

Durgapur : একই পরিবারের চারজনের রহস্যময় মৃত্যুর ঘটনায় তিন জন গ্রেপ্তার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : ২ জন শিশুসহ দম্পতির রহস্যময় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম বুলারানী মন্ডল, প্রশান্ত নায়েক ওরফে গৌতম ও শিলা নায়েক। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ।
উল্লেখ্য দুর্গাপুর কুরুড়িয়া ডাঙ্গা এলাকায় রবিবার সকালে একটি বাড়ি থেকে ২জন শিশুসহ এক দম্পতির মৃত দেহ উদ্ধার হয়।
মৃতদের নাম অমিত মন্ডল (৪২) পেশায় জমি ব্যাবসায়ী। তাঁর স্ত্রী রূপা মন্ডল (৩৪), তাদের পুত্র নিমিত মন্ডল ( ৭) ও শিশুকণ্যা নিকিতা মন্ডল (১)।


মৃতার রূপা মন্ডলের বাবা বিশ্বম্ভর পাল দুর্গাপুর থানার পুলিশের কাছে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অমিত মন্ডলের মা বুলারানী মন্ডল। অমিত মন্ডলের মাসতুতো ভাই গৌতম নায়েক ও মাসতুতো ভাই এর স্ত্রী শিলা নায়েককে গ্রেপ্তার করে রবিবার। যদিও মৃতার বাবা
বিশ্বম্ভর পাল এই ঘটনায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনজন গ্রেফতার হলেও বাকি 17 জন এখনো অধরা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply