স্বনির্ভর গোষ্ঠীর জন্য তিনটি কেনপীর উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌরনিগমের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীদের জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করেছে সেরকমই একটি উদ্যোগ হল আজ আসানসোল পৌর নিগমের 8 9 10 এই তিনটি বোরোর স্বনির্ভর গোষ্ঠীদের জন্য তিনটি দেওয়া হলো যেটাতে তারা তাদের বানানো বিভিন্ন সামগ্রী বিভিন্ন বাস স্ট্যান্ড বাজার জনবহুল এলাকা ও বিভিন্ন মেলায় যে এই কেনপি সেটটি লাগিয়ে ব্যবসা করতে পারবে এবং তারা বিক্রি বাটা করে নিজেদের ব্যবসাকে বৃদ্ধি করতে পারবে




এতে একদিকে যেমন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা উপকৃত হবে অন্যদিকে যেসব মানুষ এইসব মালপত্র কিনবেন তারা কম দামে পাবেন এই তিনটি কেনপীর উদ্বোধন করলেন এমআইসি ইন্দ্রানী মিশ্র সঙ্গে ছিলেন এলাকার অন্যান্য বোরো চেয়ারম্যান সমেত কাউন্সিলরেরা এইসব কেনোপি সেট পেয়ে উপকৃত হবে বলে জানান স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা
- আসানসোলে সিবিআইয়ের অভিযান, মানব পাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার, চাঞ্চল্য
- অবৈধভাবে পুকুর ভরাটের জেরে এলাকার বিস্তীর্ণ অংশের নালী নর্দমার জল বাড়ি ঘরে ঢুকে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
- Asansol RAILPAR में CBI रेड, मानव तस्करी मामले में दंपति गिरफ्तार
- রানিগঞ্জে আটক বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ
- আসানসোলে কংগ্রেসের রাস্তা অবরোধ, বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ