স্বনির্ভর গোষ্ঠীর জন্য তিনটি কেনপীর উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌরনিগমের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীদের জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করেছে সেরকমই একটি উদ্যোগ হল আজ আসানসোল পৌর নিগমের 8 9 10 এই তিনটি বোরোর স্বনির্ভর গোষ্ঠীদের জন্য তিনটি দেওয়া হলো যেটাতে তারা তাদের বানানো বিভিন্ন সামগ্রী বিভিন্ন বাস স্ট্যান্ড বাজার জনবহুল এলাকা ও বিভিন্ন মেলায় যে এই কেনপি সেটটি লাগিয়ে ব্যবসা করতে পারবে এবং তারা বিক্রি বাটা করে নিজেদের ব্যবসাকে বৃদ্ধি করতে পারবে














এতে একদিকে যেমন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা উপকৃত হবে অন্যদিকে যেসব মানুষ এইসব মালপত্র কিনবেন তারা কম দামে পাবেন এই তিনটি কেনপীর উদ্বোধন করলেন এমআইসি ইন্দ্রানী মিশ্র সঙ্গে ছিলেন এলাকার অন্যান্য বোরো চেয়ারম্যান সমেত কাউন্সিলরেরা এইসব কেনোপি সেট পেয়ে উপকৃত হবে বলে জানান স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা
- বিসিসিএলের ওসিপিতে ধস, মৃত ২, জখম দুজন, নিখোঁজদের উদ্ধার অভিযান
- OCP में अवैध खनन में धंसान 2 की मरने और 2 फंसे होने की आशंका ! रेसक्यू जारी
- सम्पर्क ऑनलाइन फिनसर्व एलएलपी को ISO 9001:2015 प्रमाणन का नवीनीकरण
- স্বামী বিবেকানন্দর ১৬৪তম জন্মজয়ন্তীতে ‘ আসানসোল প্রগতি’র অনুষ্ঠান
- আসানসোলে পোস্ট অফিস স্থানান্তরের বিরোধিতা ,পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের


