নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত দোকানঘর, জখম দুই
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত দোকানঘর ও ঠেলা,জখম দুই । ঘটনাটি ঘটে কুলটির শীতলপুর এলাকার পানকেয়ারি লাইন ধাওড়াতে। স্থানীয়দের বক্তব্য,বৃহস্পতিবার গভীর রাতে(২টা নাগাদ)কুলটির নিয়ামতপুর অঞ্চল থেকে একটি ছোটো চারচাকা গাড়িতে দুই আরোহী নেশাগ্রস্ত অবস্থায় রঘুনাথপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গাড়িটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পানকেয়ারি লাইন ধাওড়া অঞ্চলের রাস্তার ধারে থাকা একটি দোকান ঘরে ঢুকে পড়ে ও এক গুপচুপ বিক্রেতার ঠেলা দুমড়ে মুচড়ে দেয়।














সংঘর্ষের আওয়াজে স্থানীয়রা এসে দেখে চারচাকা গাড়িটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রাস্তার ধারে দাড়িয়ে। ভীতরে দুই জখম আরোহী। এক সাথে ওই চারচাকা গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত গাড়ি থেকে জখম আরোহীদের উদ্ধার করে ও পুলিশে খবর দেওয়া হয়। সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ এসে ওই জখম আরোহীদের চিকিৎসার জন্যে নিয়ে যায়। এবং ঘাতক গাড়িটিকে আটক করে।ক্ষতিগ্রস্ত দোকানদার ও ঠেলা ওয়ালা তাদের ক্ষতি পূরণের দাবি জানিয়েছে।
- চারচাকা থেকে নগদ ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার
- Cash Recovery : नाका चेकिंग में पुलिस की बड़ी कार्रवाई, दो अलग-अलग जगहों से नकद और संदिग्ध सामान बरामद
- पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस की 78 सदस्यीय नई जिला समिति घोषित, सभी नेताओं को खुश रखने की कोशिश
- SAIL ISP ठेका कर्मी की सिर कटी लाश मिलने से सनसनी, परिवार को मुआवजा व नौकरी का आश्वासन
- সেল আইএসপিতে কর্মরত ঠিকা কর্মীর মাথা কাটা দেহ উদ্ধার, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি


