ASANSOL

জিতেন্দ্র তেওয়ারি জেলে অসুস্থ, ভর্তি জেলা হাসপাতালের সিসিইউতে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল কম্বল কান্ডে গ্রেফতার হওয়ার পরে ৯ দিন পুলিশ হেফাজতের পরে মঙ্গলবার বিকেলে ১৪ দিনের জন্য আসানসোল জেলে গেছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তার ঠিক ২৪ ঘন্টা পরে বুধবার রাতে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউ বা ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হলো জিতেন্দ্র তেওয়ারিকে।



এদিন বিকেলের পরে জেলে থাকা অবস্থায় বুকে ব্যথা বা চেষ্ট পেন অনুভব করেন তিনি। জেল কতৃপক্ষকে তারা জানানো হয়। জেলে প্রাথমিক চিকিৎসার পরে, ঝুঁকি না নিয়ে জেল কতৃপক্ষ তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেইমতো এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাকে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে পুলিশ পাহারায় আনা হয়। প্রথমে তাকে এমারজেন্সি বিভাগের চিকিৎসক বা ইএমও পরীক্ষা করেন। পরে তাকে পরীক্ষা করেন অন কল ফিজিশিয়ান। এরপর রাত আটটা নাগাদ চিকিৎসকের পরামর্শ মতো তাকে সিসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। সেই মতো তাকে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পরীক্ষা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *