ASANSOL

আসানসোল পুরনিগমের ৪২২ কোটি টাকার বাজেট পেশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল পুরনিগমের কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠকে বুধবার ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করা হয়। এই বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিম উল হক, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বৈঠক ২০২৩-২৪ অর্থ বর্ষের ৪২২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার টাকার বাজেট পেশ করা হয়। মোট ১ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছিলো। তা পাশও হয়ে যায়।

পরে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এদিন আর্থিক বছর ২০২৩-২৪ এর জন্য বাজেট পেশ করা হয়। বাজেট বক্তৃতা করেন মেয়র বিধান উপাধ্যায়। মোট ৪২২ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার টাকার বাজেট পেশ হয়। সবমিলিয়ে ১ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পাশ হয়ে যায় । তিনি আরো বলেন, এদিনের বৈঠকে আসানসোল পুরনিগমের এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে আসানসোল পুরনিগম এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হবে। আদায় করা পুর ট্যাক্স ও পার্কিং থেকে প্রাপ্ত টাকার মাধ্যমে জনগণকে নাগরিক সেবা প্রদান করা হবে। যে সব স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে আরও ভালোভাবে চিকিৎসাসেবা প্রদান এবং নিকাশী ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply