KULTI-BARAKAR

কুলটির বিধায়ক নিখোঁজ হ্যান্ডবিল এবং পোস্টার সাটিয়ে অভিনব বিক্ষোভ তৃণমূলের

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গত কয়েকদিন আগেই বিক্ষুব্ধ তৃণমূল হিসেবে যারা বৈঠক করেছিল এবার তাদেরই দেখা গেল কুলটির বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামতে। কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার নিখোঁজ এমনই হ্যান্ডবিল এবং পোস্টার সাটিয়ে অভিনব বিক্ষোভে নামলো কুলটির তৃণমূল নেতা কর্মীরা।এদিন পূর্ণেন্দু রায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নেতাকর্মীরা
অজয় পোদ্দার নিখোঁজ লেখা পোস্টার নিয়ে
কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউরোড থেকে নিয়ামতপুর মোড় প্রযন্ত বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেল একই সাথে পোস্টার এবং হ্যান্ডবিল বিল বিলি করতেও দেখা গেল।


তৃণমূল নেতারা জানান ভোটে জেতার পর একবার দুবার তাকে দেখা গেছে দেহরক্ষী নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। মানুষের কোনও আপদে-বিপদে তিনি থাকেন না। এমনকি বহু মানুষের বিধায়কের সই দরকার হয় সে ক্ষেত্রেও তাকে পাওয়া যাচ্ছে না। মানুষজনএসে তৃণমূল নেতাদের সে কথা জানাচ্ছে।তৃণমূল নেতারা জানাচ্ছেন বিধায়ককে খুঁজে বার করতেই হবে, প্রয়োজনে আগামীদিনে থানাতেও নিখোঁজের ডাইরি করবেন।কিন্তু বিধায়ককে তাদের চাই। মানুষের দরকারে তিনি থাকছেন না।বিষয়টি নিয়ে বিজে

পির বিধায়ক অজয় পোদ্দারের সহাস্য মন্তব্য তারা আমার নামে পোস্টটা লাগাচ্ছে। ভালোই তো। আমার মুখ দেখা যাচ্ছে। তবে আমার নামে পোস্টার না লাগিয়ে তারা তাদের সংসদের নামে পোস্টার লাগাক। কারণ তাকেই আসলে দেখা যায় না।আর তৃণমূল নেতৃত্বে বলব যে এই বিক্ষুদ্ধদের কাজ দিন। দলে তাদের গুরুত্ব দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *