আসানসোল দক্ষিণ পিপি ইনচার্জ রদবদল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রদবদল করা হল আসানসোল দক্ষিণ পিপি ইনচার্জ। আসানসোল দক্ষিণ পিপি ইনচার্জ অনন্ত কুমার রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ডিডি থেকে সঞ্জীব দেকে পিপির ইনচার্জ নিযুক্ত করা হয়েছে এবং অনন্ত কুমার রায়কে আসানসোল দক্ষিণ থানায় পাঠানো হয়েছে।
বীরভূমের বিতর্কিত সিউড়ি থানার ইনচার্জ মহম্মদ আলীকেও বদলি করা হয়েছে, তাকে বীরভূমের ডিইবিতে পাঠানো হয়েছে। অভিজিৎ চ্যাটার্জিকে হাওড়ার শিবপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ করা হয়েছে।