মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনতে হাজির বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে। এই অবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন কর্মসূচি। তৃণমূল সুপ্রিমো তথা রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীসভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেছেন। যার নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ, পাশাপাশি মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনতে, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি নিয়ে মানুষের দরজায় হাজির হবেন দিদির দূত।




এই প্রকল্পগুলির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারছেন বিভিন্ন জেলার তৃণমূল নেতারা। সেই তালিকায় বাদ নেই পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের
বিধায়করা কোনমতে পিছিয়ে নেই বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল মেয়ের বিধান উপাধ্যায় তার বিধানসভা এলাকার পঞ্চায়েত গুলির মধ্যে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি প্রায় শেষের দিকে ।
তিনি আজ অর্থাৎ মঙ্গলবার পুচড়া গ্রাম পঞ্চায়েতে পুঁচড়া গ্রামের কালীমন্দির থেকে পুজো দিয়ে শুরু হয় দিদি সুরক্ষা কবজ কর্মসূচি।এরপর তিনি পুচড়া গ্রামে প্রাইমারি স্কুল হাই স্কুল, পুচড়া গ্রাম পঞ্চায়েতের ঘুরে দেখলেন
তাছাড়া মানুষের অভাব অভিযোগ এর কথা শোনেন ।এদিন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং, পশ্চিম বর্ধমান বনভূমির কর্মাধ্যক্ষ পূজা মান্ডি, জমগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত ,বারাবারি পঞ্চায়েত সমিতি সভাপতি মালা বাউরি,স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য কর্মী বৃন্দ ।
- Asansol में अवैध बालू कारोबार पुलिस का बड़ा एक्शन
- “अल्फ्रेड पार्क की अंतिम पुकार – आज़ाद अमर रहें “
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের
- আসানসোল পুরনিগম চালিত গৃহহীনদের হোমের আবাসিকদের দুধ খাওয়ানোর ভাবনা, অতিরিক্ত অর্থের খোঁজে সহৃদয় ব্যক্তিদেরকে আহ্বান
- দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা