আসানসোলে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত দুনম্বর জাতীয় সড়কে কদভিটা মোড়ে পথদুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী। খবর সূত্রে জানা গিয়েছে ঝাড়খন্ডের দিক থেকে কলকাতাগামী একটি চারচাকা মারুতি বেলেনো গাড়ি আসছিলো এবং সেইসময় কদভিটা মোড়ে রাস্তাপার করছিলো এক মোটরবাইক আরোহী। তার ফলে মারুতি বেলেনো গাড়িটি সজোরে বাইকে ধাক্কা মারে এবং মারুতি চারচাকা বেলেনো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ক্রস করে কোলকাতা গামী রোডে উঠে যায়!




ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই মোটর বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশের অ্যাম্বুলেন্সে। তবে চারচাকা গাড়ির আরোহীরা সুরক্ষিত রয়েছে বলে যানা গিয়েছে ।তারা মুর্শিদাবাদের উদেশ্য যাচ্ছিলো!তবে মোটর বাইক আরোহীর কোনো পরিচয় মেলে নি।হাসপাতালে নিয়েগেলে চিকিৎসক মোটরবাইক আরোহী কে মৃত ঘোষণা করেন বলে খবর সূত্রে যানা যায়!
- नौजवान अहले सुन्नत कमिटी की ओर से पगड़ी वितरण
- আসানসোলে জেলা বিজেপি কার্যালয়ে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন
- बुदबुद में छिपा हत्यारोपी हरियाणा पुलिस की गिरफ्त में
- খুন করে বুদবুদে গা ঢাকা, বুদবুদ থেকে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার
- আসানসোলে ৯ জুলাইয়ের ধর্মঘটের সমর্থনে বামপন্থী সংগঠনের পথসভা