RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৪০০টি রিফ্লেক্টর যুক্ত জ্যাকেট প্রদান করা হল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : অপরিকল্পিত রানীগঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ও যানবাহনের চলাচলের ক্ষেত্রে সকল যানবাহন চালকদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে ও এই প্রবল গ্রীষ্মের দাবদহ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সকল সদস্যরা যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ের প্রেক্ষিতেই শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। যেখানে এদিন পথসচেতনতা বৃদ্ধির সাথেই, পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের রাত্রিকালীন সময়ে যাতে রাস্তার ওপর যার নিয়ন্ত্রণের সময় কোন অসুবিধায় পড়তে না হয়, ও তারা যাতে কোনো দুর্ঘটনাশিকার না হন। সে বিষয়কে মাথায় রেখেই রানীগঞ্জের ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৪০০টি রিফ্লেক্টর যুক্ত জ্যাকেট প্রদান করা হল।

একই সাথে এই গ্রীষ্মে চরম রোদ্দুর থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে ৩২ টি বৃহদাকৃতির ছাতা প্রদান করলেন তারা। এদিনের এই কর্মসূচির মধ্যেই, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষ ও যানবাহনে চালকদের মিষ্টি শীতল পানীয় প্রদান করা হয়। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, এসিপি ট্রাফিক টু. প্রদীপ মন্ডল, পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মানব ঘোষ, রানীগঞ্জ বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা, ওই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলার জ্যোতি সিং, প্রমূখ। এদিনের এই সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করেন রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি চিত্ততোষ মন্ডল।

Leave a Reply