ডাঃ সমীর বিশ্বাসের স্মরণ সভা
বেঙ্গল মিরর, আসানসোলে : নকশালবাড়ি আন্দোলনের অগ্রণী সৈনিক তথা আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনর সভাপতি ও উদ্যোগ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য ডাঃ সমীর বিশ্বাসের স্মরণ সভা গতকাল আসানসোল বার অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হল। ডাঃ
স্বাতী ঘোষ ও আদ্যনাথ ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোমনাথ চ্যাটার্জী,পার্থ মুখোপাধ্যায়,গৌতম মন্ডল,অনিন্দ্য দাশ,রাজীব রায়,কীর্তন কোটাল, বাবুয়া চৌধুরী প্রমুখ।সংগীত পরিবেশন করেন চন্দ্রানী পাত্র,কানাই কারফর্মা,তিথি,শান্তনু ব্রহ্মচারী।সমগ্র সভাটি পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।




- ECL নরসমুদা কোলিয়ারির সামনে ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির
- आज का राशिफल दिनांक 6/6/23
- আসানসোল জেলা আদালতে সাজা ঘোষণা, স্কুল পড়ুয়াকে শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত গাড়ি চালক
- चाचा की बाइक चोरी करने के आरोप में भतीजा व उसके साथी गये जेल
- ED ने फिर भेजा कानून मंत्री को नोटिस !