ডাঃ সমীর বিশ্বাসের স্মরণ সভা

বেঙ্গল মিরর, আসানসোলে : নকশালবাড়ি আন্দোলনের অগ্রণী সৈনিক তথা আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনর সভাপতি ও উদ্যোগ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য ডাঃ সমীর বিশ্বাসের স্মরণ সভা গতকাল আসানসোল বার অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হল। ডাঃ
স্বাতী ঘোষ ও আদ্যনাথ ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোমনাথ চ্যাটার্জী,পার্থ মুখোপাধ্যায়,গৌতম মন্ডল,অনিন্দ্য দাশ,রাজীব রায়,কীর্তন কোটাল, বাবুয়া চৌধুরী প্রমুখ।সংগীত পরিবেশন করেন চন্দ্রানী পাত্র,কানাই কারফর্মা,তিথি,শান্তনু ব্রহ্মচারী।সমগ্র সভাটি পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *