RANIGANJ-JAMURIA

ধর্মরাজকে সন্তুষ্ট করতে চড়কে ঝুলল যুবকেরা

বেঙ্গল মিরর , চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার ধর্মরাজকে সন্তুষ্ট করতে চড়কে ঝুলল যুবকেরা ধর্মরাজ পুজোর তৃতীয় দিনে রানীগঞ্জের প্রত্যন্ত গ্রাম তিরাট অঞ্চলে সম্পন্ন হল ধর্মরাজের পুজো উপলক্ষে গাজন উৎসবের চড়ক যাত্রা। রবিবার রাত্রে অসংখ্য যুব সম্প্রদায়ের সদস্যরা নিজেদের শরীরকে যাতনা দিয়ে সুউচ্চ সোলের মধ্যে দুই প্রান্তে দুজন কোমরে বান ফুটিয়ে, দড়িতে ঝুলে ঘুরতে থাকে চড়কের মধ্যে। এদিন প্রায় ৪০ জন ভক্ত এই বেদনাদায়ক মানসিক পূরণের লক্ষ্যে ধার্মিক এই কর্মকান্ডে শামিল হলেন। যা এদিন প্রত্যক্ষ করতে দর্শকদের বাঁধভাঙ্গা ভিড় ও উচ্ছ্বাস নজরে আসে ভিরাট গ্রাম এলাকায়। এদিন ধর্মরাজকে বিশেষভাবে ভুষ্ট করা নিয়ে ভক্তরা তাদের ধার্মিক আত্ত্বার কথা তুলে ধরেন নিজেদের বক্তব্যে। উল্লেখ্য বিগত দুটি বছর করোনা মহামারীর প্রকোপে, কোনক্রমে গাজন উৎসব সম্পন্ন হলেও, এবার ভক্তরা ব্যাপকভাবে সামিল হন, ধর্মরাজ পূজোর বিভিন্ন আচার অনুষ্ঠানে, যা গতকযেকদিনের এই কর্মকাণ্ড দেখলেই স্পষ্ট হয়।

রানীগঞ্জের তিরাট গ্রামের দীর্ঘ প্রাচীন ঐতিহ্য কে বজায় রাখার লক্ষ্যে, প্রায় কয়েকশো বছর ধরে চলে আসা অ্যামেচার যাত্রাপালা পরিবেশন করে, অসংখ্য গ্রামীণদের মন জয় করে আসছে তিরাট গ্রামের যাত্রা দলের শিল্পীরা। এবার সেই ঐতিহ্যকে ধরে রাখতে বর্তমান প্রজন্মের সদস্যরা, ধর্মরাজ পুজোর গাজন উৎসবের সময়কালে এক দিবসীয় যাত্রাপালা পরিবেশন করল গ্রামের দুর্গা মন্দির প্রাঙ্গণে অবস্থিত যাত্রা মঞ্চে। এদিন ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত সামাজিক যাত্রাপালা “মা মাটি মানুষ ” পরিবেশন করে দর্শক মন জিতে নিল যাত্রা শিল্পীরা। গ্রামের শিল্পীদের দ্বারা মঞ্চস্থ যাত্রা দেখতে রাতভর, দূর্গা মন্দিরের যাত্রা শালায় মজে রইল অসংখ্য দর্শক। উদ্যোক্তাদের দাবি তারা দীর্ঘ প্রাচীন ঐতিহ্যকে ধারাবাহিকতা দেওয়ার লক্ষ্যে এ ধরনের যাত্রাপালা করে আসছেন বছরের পর বছর ধরে।

Leave a Reply