ASANSOL

পশ্চিমবঙ্গ পুলিশের ১০ ইন্সপেক্টর রদবদল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত* : রাজ্য পুলিশের ১০ জন ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করা হয়েছে, যার মধ্যে নয়জনের বদলির নির্দেশ একসঙ্গে জারি করা হয়েছে এবং অন্য একজনের জন্য আলাদাভাবে বদলির আদেশ জারি করা হয়েছে। বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে শিয়ালদহ জিআরপি থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে।



একই দিনে ৯ জন ইন্সপেকটরকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে, তাদের মধ্যে সঞ্জীব ঘোষ, যাঁকে ঝালদা থানার ইনচার্জ থেকে এসটিএফ-এ পাঠানো হয়েছে, পুরুলিয়া মুফাসসিল থানার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীকে শিয়ালদহ জিআরপিতে পাঠানো হয়েছে, সুদীপকে চক্রবর্তী শিলিগুড়ি জিআরপি থেকে পুরুলিয়ার সাঁওতালডিহ থানায়। কাজল ব্যানার্জীকে সুন্দরবন থেকে মানবাজার পুরুলিয়ায়, লিটন রক্ষিতকে রানাঘাট থেকে পুরুলিয়ার জয়পুরে, শিব শঙ্কর সিংকে ব্যারাকপুর কমিশনারেট থেকে ঝালদা থানায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *