বাসুদেবপুরে হরিমন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী পঞ্চায়েত অন্তর্গত বাসুদেবপুর বাউরি পাড়ায় আম্বেদকর ক্লাবের উদ্যোগে হরি মন্দিরের নির্মাণ করা হয়।সোমবার হরিমন্দিরের কলস যাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয়।এবং পাশাপাশি ফিতে কেঁটে হরিমন্দিরের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ বাসুদেবপুর জেমারীর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এদিন বিধান উপাধ্যায় জানান খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে বাসুদেবপুর বাউরি পাড়ার আম্বেদকর ক্লাবের সদস্যরা।এত সুন্দর ভাবে একটা হরি মন্দিরের নির্মাণ করে।আমি সর্বদায় তাদের পাশে ছিলাম আছি আর থাকবো।আমি চাই এই ক্লাব নিজের গ্রামের জন্য আরো ভালো কাজ করুক।