রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ক্যাম্প থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) আসানসোল শহরের জিটি রোডে আসানসোল দক্ষিণ থানার অদূরে একটি রাষ্ট্রায়ব ব্যাঙ্কের ক্যাম্প থেকে গলায় দড়ি দেওয়া রাজ্য পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরুলিয়া জেলার বলরামপুর থানার ভাটবাড়ি গ্রামের বাসিন্দা মৃত পুলিশ কনস্টেবলের নাম বাদল চন্দ্র মূর্মূ ( ৪২)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কনস্টেবলের মৃতদেহর ময়নাতদন্ত হয়।











পুলিশ সূত্রে জানা গেছে, পুরুলিয়ার বাসিন্দা বাদল চন্দ্র মূর্মূ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কনস্টেবল হিসাবে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। এদিন সকাল সাড়ে ছটা নাগাদ ক্যাম্পের অন্য পুলিশ কর্মীরা তাকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, পারিবারিক কারণে ঐ পুলিশ কনস্টেবলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। সেই কারণেই সে মানসিক অবসাদে ভুগছিলেন। সেইজন্য ঐ কনস্টেবল গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। এদিন সকালে কনস্টেবলের পরিবারের সদস্যরা খবর পেয়ে আসানসোলে ছুটে আসেন। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
- OCP में अवैध खनन में धंसान 2 की मरने और 2 फंसे होने की आशंका ! रेसक्यू जारी
- सम्पर्क ऑनलाइन फिनसर्व एलएलपी को ISO 9001:2015 प्रमाणन का नवीनीकरण
- স্বামী বিবেকানন্দর ১৬৪তম জন্মজয়ন্তীতে ‘ আসানসোল প্রগতি’র অনুষ্ঠান
- আসানসোলে পোস্ট অফিস স্থানান্তরের বিরোধিতা ,পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের
- আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠান উদযাপন


