ASANSOL

আসানসোলে পিএইচই আধিকারিকের বাড়িতে চুরি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল দক্ষিণ থানা পুলিশ ফাঁড়ি এলাকার অধীন ফতেপুর এরিয়া অফিসের কাছে বসবাসকারী উখরা পিএইচই বিভাগের মহিলা আধিকারিক চুমকি দাসের বাড়িতে গভীর রাতে একদল চোর একটি অনন্য চুরির ঘটনা ঘটিয়েছে। স্কুটিতে চড়ে আসা চোরেরা মহিলা অফিসারের বাড়িতে চুরির ঘটনা ঘটায়। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে ওই মহিলা অফিসারের পুরো পরিবার ঘরের একটি রুমে এসি লাগানো অবস্থায় ঘুমিয়ে ছিলেন। সেই সময় প্রধান দরজা ভেঙে ওই দুষ্কৃতীরা ঘরের দ্বিতীয় দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। ভিতরে ঢুকে পরে সে বাড়ির সেই ঘরে ঢোকে যেখানে আলমারি তে সোনার অলঙ্কার রাখা ছিল, যার দাম পাঁচ লাখের উপরে বলে জানা গেছে। ওই দুষ্কৃতীরা আলমিরার তালা ভেঙ্গে ফেলে। তালা ভাঙার আওয়াজে মহিলা আধিকারিক ঘুম থেকে উঠে নিজের রুম থেকে বেরিয়ে এসে তিন চোরকে দেখতে পান। সোনার গয়না নিয়ে পালাতে শুরু করলে ওই মহিলা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিন চোরকে ধরার চেষ্টা করলেও চোরেরা ওই মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ব্যস্ততার মধ্যেই মহিলার স্বামীও ঘর থেকে বেরিয়ে আসেন, তিনিও চোরদের ধরার চেষ্টা করেন কিন্তু চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কিন্তু পালিয়ে যাওয়ার সময় যে স্কুটি নিয়ে তারা চুরির ঘটনা ঘটাতে পৌঁছেছিলেন, সেই স্কুটি চোরেরা ধরা পড়ার ভয়ে ফেলে চলে যায়। আর ওই মহিলা চুরির ঘটনাটি আসানসোল দক্ষিণ থানায় জানান, পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি চোরেদের ফেলে যাওয়া স্কুটিও সঙ্গে নিয়ে যায়। এছাড়াও, মহিলার বয়ান অনুসারে, এলাকার বাসিন্দা কার্তুস ধীবর বলে এক যুবকও চুরি করতে তার বাড়িতে প্রবেশ করেছিল।

Leave a Reply