ঋণ পরিশোধ না করার জন্য বাড়ি শীল করলো বেসরকারি ব্যাংক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত শ্রীপুর রোড মিলন মন্দিরের নিকট সুভাষ ধীবরের বাড়ি শীল করল এক বেসরকারি ব্যাংকের আধিকারিকগণ । বেসরকারি ব্যাংকের আধিকারিকের সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোলের ম্যাজিস্ট্রেট সঙ্গে কুলটি থানার পুলিশ বাহিনী । বাড়িটিকে শীল করার সময় যাতে কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে তার জন্য পুলিশে করা নিরাপত্তা করা হয়েছিল ।
সূত্র মারফত জানা যায় সুভাষ ধীবর ব্যাংক থেকে ৪৫ লক্ষ্য টাকা বাড়ির নামে ঋণ নিয়েছিল । সেই ঋণ পরিশোধ না করার জন্য আজ শুক্রবার দুপুরে সুভাষ ধীবরের বাড়ি শীল করল ব্যাংকের আধিকারিকগণ।
- আসানসোল পুরনিগমের তরফে প্রয়াত কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবরকে শেষ শ্রদ্ধা
- Asansol में 4 दिवसीय फिल्म फेस्टिवल का उद्घाटन
- আসানসোলে শুরু চারদিনের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র ও সাংস্কৃতিক উৎসব
- Asansol : 1080 श्रद्धालुओं को निशुल्क ले जायेंगे महाकुंभ : कृष्णा प्रसाद
- ECL : खदान के अंदर कन्वेयर बेल्ट में फंसने से कर्मी की मौत, प्रदर्शन